টাইফয়েড টিকা আগামী ১৫/১০/২০২৫ খ্রি.
বিজ্ঞপ্তি
অত্র বিদ্যালয়ের টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১৫ অক্টোবর ২০২৫ বুধবার অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা:
- সবাই ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে www.vaxepi.gov.bd তে টাইফয়েড এর নিবন্ধন করে কার্ড নিয়ে আসবে।
- যদি কেউ রেজিষ্ট্রেশন না করতে পারে তাহলে জন্ম নিবন্ধন কার্ড টা নিয়ে আসবে।
- কারো জন্ম নিবন্ধন না থাকলে এমনি ই আসবে। টিকা দিয়ে দেয়া হবে। তবে সনদ পাবেন না।
- খেয়ে আসবে বাচ্চারা।
- বাহূতে টিকা দেয়া হবে, তাই একটু ঢিলা জামা পড়বে।
- অসুস্থ্য থাকলে টিকা নেবে না।
- আগে টাইফয়েড টিকা নিলে বা আগে টাইফয়েড হলেও ক্যাম্পেইন এ টিকা নেবে।
Written by: 10050100001 at 2025-10-14 21:56:10