টাইফয়েড টিকা আগামী ১৫/১০/২০২৫ খ্রি.

বিজ্ঞপ্তি

অত্র বিদ্যালয়ের টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১৫ অক্টোবর ২০২৫ বুধবার অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা:
  1. সবাই ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে www.vaxepi.gov.bd তে টাইফয়েড এর নিবন্ধন করে কার্ড নিয়ে আসবে।
  2. যদি কেউ রেজিষ্ট্রেশন না করতে পারে তাহলে জন্ম নিবন্ধন কার্ড টা নিয়ে আসবে।
  3. কারো জন্ম নিবন্ধন না থাকলে এমনি ই আসবে। টিকা দিয়ে দেয়া হবে। তবে সনদ পাবেন না।
  4. খেয়ে আসবে বাচ্চারা।
  5. বাহূতে টিকা দেয়া হবে, তাই একটু ঢিলা জামা পড়বে
  6. অসুস্থ্য থাকলে টিকা নেবে না।
  7. আগে টাইফয়েড টিকা নিলে বা আগে টাইফয়েড হলেও ক্যাম্পেইন এ টিকা নেবে।

Written by: 10050100001 at 2025-10-14 21:56:10